Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ এ ১১:৪১ AM

জেলা প্রশাসকের বার্তা

কন্টেন্ট: পাতা

বিসমিল্লাহির রাহমানির রাহিম,


প্রথমে পরম করুণাময় মহান আল্লাহ-তালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ-তালার অশেষ কৃপায় গত ১৭/১১/২০২৫ খ্রি. তারিখে আমি জামালপুর এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে জামালপুর জেলাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতাসহ শুভেচ্ছা জ্ঞাপন করছি।


বিনম্রচিত্তে স্মরণ করছি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মহতি দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া, আহত ও ক্ষতিগ্রস্ত সকল সাহসী সূর্যসন্তানদের।


ছাত্র-জনতার আন্দোলনের এ চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে আমাদের মূল লক্ষ্য।


এই লক্ষ্য অর্জনের নিমিত্ত একটি দক্ষ, নিরপেক্ষ ও গতিশীল প্রশাসন ব্যবস্থা পরিচালনার মাধ্যমে সকল হয়রানি বন্ধ করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের সর্বাত্মক ও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আর এ লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।



মোহাম্মদ ইউসুপ আলী

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

জামালপুর।

তারিখ: ১৩/০৯/২০২৪ খ্রি.।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন