দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহীভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিঃ। ১৯৫৮ সনে তৎকালীনপাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি জেলা শহরথেকে ৪০ কিঃমিঃ উত্তরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দেওয়ানগঞ্জ উপজেলায়স্থাপিত হয়। স্থাপনাকালে এর নাম ছিল জিল পাক সুগার মিলস লিঃ। স্বাধীনতার পরপ্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে জিল বাংলা সুগার মিলস লিঃ করা হয়।বর্তমানে বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাষ্ট্রিজ করপোরেশনের অধীনে অত্রমিলটি পরিচালিত হয়ে আসছে।সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যমত্ম ক্রাশিং কার্যক্রম চলে। ক্রাশিং কালে তা প্রত্যক্ষ করার জন্য দূর-দূরান্তথেকে অসংখ্য নারী পুরুষ সমবেত হন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS