Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

 

জামালপুর জেলায় অনেক কৃতি ও গুণী মানুষের জন্ম হয়েছে যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন : নাটকে বাংলার মুকুট বিহীন সম্রাট আনোয়ার হোসেন, জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার আমজাদ হোসেন, প্রয়াত নাট্যব্যক্তিত্ব আব্দুল্ল্যাহ আল মামুন , বিখ্যাত গীতিকার ও শিল্পী মরহুম নজরুল ইসলাম বাবু, নাট্যকার মরহুম এম এস হুদা ও গিয়াস মাস্টার, মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী মরহুম হাসান হাফিজুর রহমান, মরহুম স্পীকার আব্দুল করিম,মরহুম প্রধান প্রকৌশলী আব্দুল জব্বার, মরহুম আ: ওয়াদুদ মাস্টার,মরহুম প্রিন্সিপাল রইছ উদ্দিন, মরহুম আশেক মাহমুদ তালুকদার, মরহুম নঈম মিয়া, স্বর্গীয় নলিণী মোহন দাশ মাখন বাবু, শ্রী বঙ্কিম বিহারী রাউৎ,মরহুম আব্দুর রহিম তালুকদার, ভাষা সৈনিক মরহুম এডভোকেট আনোয়ারুজ্জামান,মরহুম কাদা মিয়া, মরহুম মোখলেসুর রহমান ফকির বর্তমান বাংলাদেশ ব্যাংক গভর্ণর ড. আতিউর রহমান, সচিব গোলাম রববানী, মরহুম আব্দুর রশিদ,মরহুম মজিবর রহমান ও আবুল কালাম আজাদ প্রমূখ।