Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যমুনা সার কারখানা
স্থান

সরিষাবাড়ি, জামালপুর।

কিভাবে যাওয়া যায়

সরিষাবাড়ী হতে এটির দুরত্ব ১২ কিঃমিঃ। জামালপুর থেকে সিএনজি করে কিংবা সরিষাবাড়ী থেকে ইজিবাইক বা সিএনজি করে এখানে যাওয়া যায়।

যোগাযোগ

রাত ১১-০০ টায় মহাখালী বাসস্ট্যান্ড হতে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করলে ভোর ৫-০০টার মধ্যে জামালপুর পৌঁছা যায় ।

বিস্তারিত

এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্হিত । জামালপুর শহর হতে দক্ষিণ দিকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে প্রধান সড়কের পাশে এর অবস্হান। সকাল ৯-০০টায় জামালপুর শহর হতে রওয়ানা দিলে ১০-৩০ টার মধ্যে গন্তব্যে পৌঁছা যাবে । ট্রেন বা সড়কপথে যাওয়া যায় । পূর্বানুমতি নিয়ে পর্যটকদের সার উৎপাদন প্রক্রিয়া দেখার সুযোগ রয়েছে । সার কারখানার  আধা কিলোমিটারের মধ্যে রয়েছে পোগলদিঘা ইউনিয়নে যমুনা গার্ডেন সিটি বিনোদন কেন্দ্র । এ বিনোদন কেন্দ্রে  লোকের সমাগম সবসময় । ইচ্ছে  হলে বিনোদন কেন্দ্রটি দেখে আসতে পারে । এছাড়া সরিষাবাড়ীতে  কয়েকটি পুরান জুট মিল রয়েছে । আরো আছে সোলার পাওয়ার প্ল্যান্ট,জগন্নাথগঞ্জ ঘাট,যমুনা জেটি ঘাট । এগুলো দেখার পাশাপাশি সরিষাবাড়ীর বিখ্যাত প্যারা মিষ্টি কেনার সুযোগ রয়েছে ।