সরিষাবাড়ি, জামালপুর।
সরিষাবাড়ী হতে এটির দুরত্ব ১২ কিঃমিঃ। জামালপুর থেকে সিএনজি করে কিংবা সরিষাবাড়ী থেকে ইজিবাইক বা সিএনজি করে এখানে যাওয়া যায়।
রাত ১১-০০ টায় মহাখালী বাসস্ট্যান্ড হতে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করলে ভোর ৫-০০টার মধ্যে জামালপুর পৌঁছা যায় ।
এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্হিত । জামালপুর শহর হতে দক্ষিণ দিকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে প্রধান সড়কের পাশে এর অবস্হান। সকাল ৯-০০টায় জামালপুর শহর হতে রওয়ানা দিলে ১০-৩০ টার মধ্যে গন্তব্যে পৌঁছা যাবে । ট্রেন বা সড়কপথে যাওয়া যায় । পূর্বানুমতি নিয়ে পর্যটকদের সার উৎপাদন প্রক্রিয়া দেখার সুযোগ রয়েছে । সার কারখানার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে পোগলদিঘা ইউনিয়নে যমুনা গার্ডেন সিটি বিনোদন কেন্দ্র । এ বিনোদন কেন্দ্রে লোকের সমাগম সবসময় । ইচ্ছে হলে বিনোদন কেন্দ্রটি দেখে আসতে পারে । এছাড়া সরিষাবাড়ীতে কয়েকটি পুরান জুট মিল রয়েছে । আরো আছে সোলার পাওয়ার প্ল্যান্ট,জগন্নাথগঞ্জ ঘাট,যমুনা জেটি ঘাট । এগুলো দেখার পাশাপাশি সরিষাবাড়ীর বিখ্যাত প্যারা মিষ্টি কেনার সুযোগ রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস