কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
মানব সেবার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জেলা পরিষদের জন্ম হয়। আর সেই জন্ম থেকেই অদ্যবধি তার কর্মতৎপরতা অব্যহত রেখেছে। জামালপুর জেলা পরিষদ ভবনটি ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত। বর্তমানে ৭টি উপজেলা নিয়ে এর কর্মপরিধি বিস্তৃত। সকল উপজেলা সদরে একটি করে ডাকবাংলো সরকারী কর্মসম্পাদনের উদ্দেশ্যে আগত কর্মকর্তা/কর্মচারীদের আবাসন চাহিদা পূরণ করে চলেছে। অপরদিকে বিভিন্ন নদ/নদীর পারাপারের জন্য খেয়ানৌকা/ফেরী ঘাটের সেবা প্রদান করে চলেছে। তাছাড়া গরীব দুঃস্থ মানুষের আর্থিক সাহায্য এবং মেধাবী গরীব ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান/বৃত্তি প্রদান কার্যক্রম চলমান আছে। এছাড়াও সচেতনতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে। এ সকল মহত উদ্দেশ্য অব্যাহত রেখে জামালপুর জেলা পরিষদের অগ্রযাত্রা সচল রাখার আশাবাদ ব্যক্ত করে পরিষদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
(ফারুক আহাম্মেদ চৌধুরী)
চেয়ারম্যান
জেলা পরিষদ, জামালপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস