যোগাযোগ ব্যবস্থা রাজধানী ঢাকার সবচেয়ে নিকটতম জেলা নারায়ণগঞ্জ।ঢাকা হতে সড়ক পথে বাস যোগে এবং কমলাপুর রেল ষ্টেষন হতে রেল যোগে খুব অল্প সময়ে এ জেলায় আসা যায়। গুলিস্তান হতে আসিয়ান, বন্ধন, উৎসব,আনন্দ,সেতু ইত্যাদি বাস রয়েছে।প্রতি ৫ মিনিট অন্তর বাস চলাচল করে।এছাড়াো ঢাকা হতে এ জেলার অন্যান্য উপজেলায় নিয়মিত বাস যোগোযোগ রয়েছে। নারায়ণগঞ্জ দেশের অন্যতম নদী বন্দর হওয়ায় এখানে লঞ্চসহ নৌ-পথে সহজে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।