প্রাচীন আমলে সনাতন হিন্দু অধ্যষিত এলাকায় পোগলদিঘা নামে ইউনিয়ন,মৌজা, হাট-বাজার, স্কুলের নামকরন ছিল বিধায় উক্ত মহাবিদ্যালয়ের অনুরূপ নামকরন করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৫ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে ০১-০৪-১৯৯৯ ইং সনে এমপিও ভুক্ত হয়। অত্র প্রতিষ্ঠানটি ১৯/০৫/২০১১ ইং সনে জাতীয় বিশ্ববিদ্যালয়(ডিগ্রি পর্যায়) অধিভুক্ত হয়।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ মোক্তার হোসেন | ০১৭১৮৪৮০৯৩৯ | info@pogaldighacollege.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ম্যানেজিং কমিটির সভাপতি- মোঃ আবুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। মোট সদস্য সংখ্যা ১৫ জন সবগুলোই পুরুষ।
২০১১ ইং সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৭৪ জন উর্ত্তীণ হয়েছে। পাশের হার ৬৩.২৪%। বিজ্ঞান-১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ০৭ জন। ব্যবসায় শিক্ষা ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০ জন।
সরকারী বিধি মোতাবেক মেয়েদের জন্য উপ বৃত্তি পাওয়া গেলেও মোট ছাত্র-ছাত্রী/ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিষ্ঠান কর্তৃক কোন শিক্ষা বৃত্তির ব্যবস্থা নেই।
বিগত ১৯৯৫ সন হতে অত্র মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে থেকে অনেক সংখ্যক ছাত্র-ছাত্রী এই মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে পাবলিক পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে এবং অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ সরকারী ও বে - সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে জীবিকা নির্বাহ করছে। যা উক্ত এলাকার দরিদ্র জনগনের সামগ্রিক উন্নয়ন সহ মহাবিদ্যালয়ের অর্জন ও অবদান হিসাবে স্বীকৃত।
অত্র মহাবিদ্যালয়টি ডিগ্রি পর্যায়ে উন্নিত ও অধিভুক্ত হওয়ায় সুষ্ঠু ভাবে পরিচালনার নিমিত্তে নিম্নোক্ত কার্যাবলী অতি জরুরী ভাবে সম্পাদন করা প্রয়োজনঃ- ১) পাঠ দানের জন্য বহু কক্ষ বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মান করতে হবে। ২) চেয়ার, লেকচার টেবিল, বেঞ্চ, বিজ্ঞানাগারের যন্ত্রাংশ, খেলাধুলার সরঞ্জাম, অফিস আসবাবপত্র, কম্পিউটার ইত্যাদি অতি জরুরী ভাবে ক্রয় করতে হবে। ৩) মহাবিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য একটি বাউন্ডারী ওয়াল নির্মান করতে হবে। ৪) এলাকার চাহিদা মোতাবেক মহাবিদ্যালয়টি অদূর ভবিষ্যতে অনার্স কলেজে রূপান্তরীত করতে হবে। ৫) পৃথক বিজ্ঞানাগার নির্মান করতে হবে।
ভার- প্রাপ্ত অধ্যক্ষ পোগলদিঘা মহাবিদ্যালয়, তারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুর। মোবাইল নং- ০১৭১৮৪৮০৯৩৯ (ভার- প্রাপ্ত অধ্যক্ষ)। ওয়েব সাইটঃ- www.pogaldighacollege.com এবং ই- মেইলঃ- info@pogaldighacollege.com